রাসুলুল্লাহ (সা.) বলেন, 'আল্লাহ তায়ালার ৯৯টি নাম রয়েছে; যে ব্যক্তি এ নামগুলো স্মরণে রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে।' (বোখারি, মুসলিম ও তিরমিজি)। কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।' (সূরা মোমিন : ৬০)। আল্লাহ তায়ালা আরও বলেন, 'হে নবী (সা.), আপনি বলুন, তোমরা আল্লাহকে ডাক অথবা দয়াময় রহমানকে ডাক, তাঁকে যে নামেই ডাক না কেন (তিনি সাড়া দেবেন); আল্লাহর রয়েছে সুন্দরতম নামসমূহ।' (সূরা বনি ইসরাইল : ১১০)। আসমাউল হুসনা পড়ার পর দোয়া করলে সে দোয়া কবুল হয়। আসমাউল হুসনা হলো, আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহ।
Comments
Post a Comment